নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে বাঁশ কাটা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষ হয়।
জানা যায়, ওই গ্রামের মৃত রজব আলীর পুত্র সফিক মিয়ার সাথে মৃত আজদু মিয়ার পুত্র আব্দুল করিমের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
করিম বৃহস্পতিবার ওই সময় সফিকের বাঁশ বাগানে বাঁশ কাটতে যায়। এ সময় সফিক বাঁধা দিলে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় ছালেহা বেগম (৩০), পাভেল মিয়া (৭), আব্দুল করিম (৩০), নুর বেগম (৩০), পারুল বেগম (২৫), লাকি (১৫), আব্দুল কাইয়ুম (৪০), সামছুল হক (৩০), নুরুল হক (২৫), আব্দুল হক (৫০), রুবেল (২০) ও শাহীন (২২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।