বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলা সদরের মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ শিক্ষক-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন, সহকারী শিক্ষক আব্দুল্লা মিয়া, নিয়তী রাণী দেবী, আব্দুল কাদির ও হাবিবুর রহমান খাঁন।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্তরে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম।
এস এম সির সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা উর্মী ভট্টাচার্য্যরে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি এস এম খোকন, ম্যানেজিং কমিটির অন্যতম সদদস্য আবুবক্ষর সিদ্দিক, মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ মিয়া, বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফারুক মিয়া, শিক্ষিকা সীমা চৌধুরী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নাজমা খানম, ম্যানেজিং কমিটির হাইস্কুল প্রতিনিধি পারভিন আক্তার খাঁনম, সদস্য মহিবুর রহমান মবু, আব্দুল হেলিম, জোসনা খানম, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল, সহকারী শিক্ষক কামরুজ্জামান খান, দ্বীপু চন্দ্র গোপ, ঝরনা খানম, শামিমা খানম, আফরোজা বেগম, মওলুদা বেগম, মুন্না খানমসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়ন করতে হলে বিদ্যালয় সংশ্লিষ্ট সকল কমিটি ও সকল শিক্ষক আন্তরিক হতে হবে। আন্তরিকতা ও সমন্বয় এই দুই থাকলেই কেবল শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে।
পরে সংবর্ধিত শিক্ষক শিক্ষিাকাদের মধ্যে অতিথি বৃন্দ মানপত্র ও পুরস্কার সামগ্রী তুলে দেন।