ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি যুক্তরাজ্যে থেকে :- বস্তু নিষ্ঠ, গঠন মূলক এবং পেশাদারিত্ব নিয়ে সংবাদ পরিবেশন ও কমিউনিটির প্রয়োজনীয় ইস্যু গুলো উপস্থাপন করার লক্ষ্য নিয়ে গঠিত সংগঠন ‘‘নর্থ ইংল্যান্ড টিভি রিপোটার্স এসোসিয়েশনের’’ পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
নর্থ ইংল্যান্ডে দায়িত্বরত বাংলাদেশী টিভি চ্যানেল সমূহের প্রতিনিধিদের নিয়ে গঠিত বাংলাদেশী টিভি রিপোটার্স এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা গতকাল মঙ্গলবার লিডসের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ।
সাংবাদিক জাকারিয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ মো: লায়েক মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহানকে চিফ কোর্ডিনেটর হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়াও নর্থ ইংল্যান্ডের প্রতিটি শহর থেকে একজন কোর্ডিনেটর এবং ১জন কো-কোর্ডিনেটর নির্বাচিত করে ২১ সদস্য বিশিস্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন নর্থওয়েস্ট বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক যোশী, প্রবাসবাংলার সম্পাদক আফজাল রাব্বানী, বৃটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়াম এর সি.ই.ও মুমিন খাঁন, প্রবাস বাংলা পত্রিকার প্রকাশক এম আহমেদ জুনেদ, তৈয়বুর রহমান শ্যামল, দিলওয়ার হোসাইন শিবলী, মওদুদ আহমেদ, ফখরুল আলম, সিপার মিয়া, শাহ কাইয়ুম, আলমগীর হোসেন, আব্দুল মতিন প্রমুখ।
উপস্থিত অতিথি বৃন্দ নব গঠিত কমিটির সবাইকে স্বাগত জানান এবং গঠন মূলক কার্যক্রমের লক্ষ্য নিয়ে গঠিত এ কমিটি একটি রোল মডেল হিসেবে সমগ্র বৃটেনে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন।