চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌর এলাকার ৮নং ওয়ার্ডের উত্তর আমকান্দি গ্রামে ৫০টি পরিবাওে বিদ্যুত উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ বিদ্যুত উদ্বোধন করেন।
হাফিজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, পল্লী বিদ্যুতের ডিজিএম কাজী শওকাতুল আলম, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সাইফুল আলম রুবেল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, ধামালীর সভাপতি এডভোকেট মোস্তাক আহমেদ ও পৌর কাউন্সিলর কাজল মিয়া। এতে বক্তব্য রাখেন আবুল কালাম, কাউন্সিলর লাল মিয়া, আব্দুস সহিদ, রহম আলী প্রমুখ।
হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার বিদ্যুত লাইন নির্মাণ করে। এতে ৫০ জন গ্রাহক বিদ্যুত সংযোগ পেয়েছে। পরবতীীতে অন্যান্য পরিবারে বিদ্যুত পাবে।