চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : নিম্নচাপের কারণে গত দুুদিন ধরে চুনারুঘাটে গুড়ি গুড়ি ও মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে। এর ফলে উপজেলার জনজীবণ বিপর্যয়ের মধ্যে পড়েছে।
বৃষ্টির ফলে উপজেলার বিপুল পরিমান নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে এবং শীতকালীন শাক সবজিসহ আমন ফসলের ব্যঈশ ক্ষতি সাধিত হয়েছে। কোন আমন ফসল এখন পানির নিচে রয়েছে।এদিকে বৃষ্টির কারণে মানুষজন ঘর থেকে বের হতে পারছে না।
রবিবার অফিস আদালতে লোকজন ছিল কম এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতিও ছিল একেবারেই কম। শহরের মানুষজন খুব একটা দেখা যায়নি। প্রয়োজন ছাড়া মানুষজন শহরে আসেনি। অধিকাংশ দোকানপাঠ ছিল বন্ধ।
শনিবার ভোর থেকেই উপজেলা সর্বত্র গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সারাদিন বৃষ্টির পর রাতে ভারী বৃষ্টির কারণে উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। শত শত হেক্টর জমির শীতকালীন শাকসবজি নষ্ট হয়ে গেছে ।