চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ তাঁতী লীগ চুনারুঘাট উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁতী লীগ জেলার আহবায়ক মুদ্দত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-জেলা তাঁতী লীগের যুগ্ন-আহবায়ক মাহবুব সাদীক উজ্জল, সদস্য চৌধুরী সাজু নাছের, মহিবুর আলম জীবন ও শামীম আহমেদ মহসীনসহ জেলার নেতৃবৃন্দ।
সভায় সর্বস্মতিক্রমে বাংলাদেশ তাঁতী লীগ চুনারুঘাট উপজেলার আহবায়ক কমিঠি গঠন করেন জেলা নেতৃবৃন্দ।
এতে মো. কবির মিয়া খন্দকার আহবায়ক, মো. হাবিবুর রহমান মাসুক, শেখ হবিবুর রহমান, সার্জেন্ট (অবঃ প্রাপ্ত) আবুল কাসেম, আহাম্মদ আলী এলএলবি, নুরালী তালুকদার, শাহীন আলম, মো. সেলিম মিয়া, ফরিদ আহমেদ, এমরান হোসেন স্বপন সাইকে যুগ্ন-আহবায়ক, শেখ মো. আব্দুল আলীমকে সদস্য সচিব, রফিক মজুমদার, বিল্লাল মুন্সী, আব্দুল আউয়াল, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, নৃপেন পাল মেম্বার, আবুল খায়ের, হারুনুর রশীদ, স্বপন মজুমদার, বসুন্ধরা বাউরী, প্রাক্তন মেম্বার সত্ত কুমার, মেম্বার কার্তিক কুমার, ইয়াকুব আলী, ওয়াহিদুর রহমান রিমন, মো. শাহজাহান, কামাল, আ. রউফ, মেম্বার সৈয়দ মমিন জুয়েল, মেম্বার লক্ষী চরণ বাকতী, আঃ ছালাম, নাছির তালুকদার, ইদ্রিস আলী, কালা মিয়া, আবদাল মিয়া, প্রদীপ ব্যানার্জী, মহিবুর রহমান রাসেল, শামীম খান, সঞ্জয় দত্ত রায়, খায়ের মহালদার, আ. হানিফ, তাজুল চৌধুরী, বাচ্ছু মিয়া, আব্দুল ছালাম-২, আ. হান্নান রিপন, ওয়াহিদ হাজারী, আ. মজিদ, শফিক মজুমদার, লুৎফুর রহমান, ফারুক মিয়া, জয়নাল আবেদীন, হামিদ খান টিটু, মতিউর রহমান দরবেশ, প্রদীপ শীল প্রীতম, আমিনুল ইসলাম বকুল, মিজানুর রহমান বাবুল, আ. মালেক, বাবুল মিয়া, জালাল আহমেদ, তাজুল মিয়া, মমিন মিয়া, তামিম মিয়া, মোহাম্মদ আলী, মন্নান মেম্বার, শেখ আ. খাইয়ূম, খন্দকার মান্নান, রনি কানু, মাখন মিয়া, পরেশ আলী সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।