তোফাজ্জল হোসেন অপু :হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা নামকস্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টা দিকে ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পুরাসুন্দা গ্রামের দক্ষিণ টিলার চা পাতার ব্যবসায়ী অনু মিয়া(৫০)।
সরজমিনে গিয়ে আমাদের প্রতিনিধি জানান, সিএনজি ও কভার্ড ভ্যান ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়,ঘটনাস্থলে অনু মিয়া মারা যান। আহত হন তিনজন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
উত্তেজিত হয়ে এলাকার জনতা ঢাকা সিলেট মহাসড়ক কিছুক্ষণ বন্ধ রাখে,পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম জানান, পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।