বাহুবল প্রতিনিধি: বাহুবলে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন- উপজেলার মহিষদুলং গ্রামের সুনাফর উল্লার ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মোজম্মিল মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের চৌধুরী বাড়ির ছগির মিয়ার সাথে গাছ রোপনকে কেন্দ্র করে মোজাম্মিল মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মোজাম্মেল মিয়া গাছ কাটতে গেলে বাঁধা দেয় ছগির মিয়ার ভাই-ভাতিজারা। এক পর্যায়ে বাক বিতন্ডার জের ধরে প্রতিপক্ষের ফিকলের আঘাতে গুরুতর আহত হন মোজাম্মিল মিয়া। সাথে সাথে গুরুতর আহত মোজাম্মিল মিয়াকে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে মোজাম্মিল মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চৌধুরী বাড়ির লোকজন গা-ঢাকা দেয়।
খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে নিহতের স্বজনদের দেখতে যান হবিগঞ্জ-সিলেটের সংরতি মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
তাতে দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়লে তিনি তাদের শান্তনা দেন। এ সময় নিহতের স্বজনরা দোষীদের ফাঁসির দাবি জানান। তাদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে কেয়া চৌধুরী এমপি ঘটনাস্থল থেকে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র-এর সাথে কথা বলেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফিকলের আঘাতে সে মরা যায়। আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে আছে।