চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বিএনপি‘র চেয়ারপার্সন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে, সারাদেশে নেতা-কর্মীদের হত্যা, গুম, রিমান্ড, মামলা, গ্রেফতার, নির্যাতন এবং অনতিবিলম্বে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আজ রোববার থেকে সারাদেশে আবারও ৭২ ঘন্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
এদিকে হবিগঞ্জ জেলার সর্বত্র হরতাল পালনের আহবান জানিয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম।
পৃথক বিবৃতিতে তারা প্রতিটি উপজেলা, পৌরসভার ইউনিটগুলোকে সর্বাত্মক হরতাল পালন ও বিক্ষোভ মিছিল করার আহ্বান জানান।
এদিকে, চুনারুঘাট পৌরসভার বাল্লা রোডে বিস্কুট বোঝাই কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে ওসি অমূল্য কুমার জানান, দুর্বৃত্তদের পাকড়াও করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।