মনিরুল ইসলাম শামিম : ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাহুবলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমানের সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মমতাজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রেডিট সুপারভাইজার আব্দুল করিম ও গীতা পাঠ করেন অফিস সহকারি রতন চন্দ্র আচার্য।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোঃ হোসেন শাহ, বাহুবল মডেল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান জুয়েল, বিভাগের শ্রেষ্ঠ আত্মকর্মী মোঃ ইয়াকুত মিয়া, ছাত্রলীগ নেতা মোঃ আলাউদ্দিন, দক্ষিণ সুলতানপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আব্দুল কাদির, মুদাহরপুর পরিবার ভিত্তিক ঋণ বিতরণ কেন্দ্রের সভাপতি ডা. হারুনুর রশিদ, কালিগজিয়া যুব মহিলা সমবায় সমিতির সভাপতি স্বপ্না দেব বর্মা ও অমৃতা শাহজালাল যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইজাজুর রহমান।
উপস্থিত ছিলেন, বাহুবল মডেল ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আইয়ূব আলী, মোঃ আব্দুল হাই ভূইয়া, জন স্বাস্থ্য প্রকৌশলী এস এম ফারুক ইমাম, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ।