চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট-আসামপাড়া সড়কের জারুলিয়ায় ট্রাক্টর ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে চুনারুঘাট থেকে ছেড়ে যাওয়া জারুলিয়াগামী সিএনজিটি জারুলিয়া বাজারে প্রবেশ মুখ মাজারের সন্নিকটে যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক্টর সিএনজিকে চাপা দিলে সিএনজি দুমড়ে মুছড়ে গিয়ে ৬ জন যাত্রী আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ছনখলা গ্রামের আমিনা খাতুন (৩৫), কাউছার মিয়া (২২), জায়েদা খাতুন (৫৫), জারুলিয়া গ্রামের আছিয়া খাতুন (৪০), বাদল হোসেন (৪৫) ও আকরাম হোসেন (৫) ।
এদের মধ্যে আশংকাজনক অবস্থায় আমিনা খাতুন (৩৫) ও আকরাম হোসেন (৫) কে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং অন্যান্যদেরকে হবিগঞ্জ ও চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে।