উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ প্রজন্ম (সেচ্চায় রক্তদান ও রক্ত দাতা সংগ্রহে সেচ্চাসেবী সংগঠন) এর উদ্যেগে নবীগঞ্জ উপজেলার ৭ টি উচ্চ মাধ্যমিক ও ২ টি মাদ্রাসায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে উক্ত ক্যাপম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র ছাত্রীদের রক্তদান সর্ম্পকে বক্তব্য রাখেন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, রোটারী ইন্টারন্যাশন ব্লাড ব্যাংকার উত্তম কুমার প্রমূখ। এ সময় দিনারপুর কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা সার্ভিক ভাবে সহযোগীতা করেন। উক্ত ক্যাম্পেইনে প্রায় ২৫০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ প্রজন্ম “রক্তদাতা সংগঠনের স্বেচ্চাসেবক বৃন্দ।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর বিশেষ সহযোগীতা ও যুক্তরাজ্য প্রবাসী ইফতেকার আলম , আবুল কাসেম ট্রাষ্ট, অনলাইন দৈনিক সময়ের যাত্রী, সামাজিক সংগঠন ফুল অব লাইট, রোটারী ইন্টারন্যাশনাল ব্লাড ব্যাংক, মালেশিয়া প্রবাসী আলী আমজদ, সংগঠনের রক্তদাতা সদস্য জাহিদুর রহমান এর সহযোগীতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনটি নবীগঞ্জ উপজেলায় কলেজ পর্যায়ে ডোনার সংগ্রহের করার লক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবে।