নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কয়েকটি মন্দির ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সংবাদপত্রে এক বিবৃত্তিতে সংগঠনের সভাপতি নারায়ন রায় ও সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মূল ঘটনার রহস্য উদঘাটন করে এর সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।