বিশেষ প্রতিনিধি লিভারপুল যুক্তরাজ্য :- দ্যা ইউনিয়নের আয়োজনে ১৫৬ টি দেশের প্রনিধিদের সম্মনয়ে লিভারপুলের এরিনায় ৪ দিন ব্যাপী অনুষ্টিত কর্মশালায় গতকাল শনিবার শেষ হয়েছে। বিশ^ নেতৃবৃন্দদের আহবান- সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ তামাক মুক্ত শিশুদের জীবন গড়া সম্ভব।
বাংলাদেশের শিশু শ্রম, বিড়ি শিল্পে কিভাবে শিশুরা তামাকের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং শৈশব-কৌশর বাধাঁগ্রস্থ সহ রোগ বালাই এর মধ্যে আক্রন্ত হচ্ছে এসবের উপর গুরুত্ব আরোপ করে এবার দ্যা ইউনিয়নের কনফনর্টি রেজিজটেন্স ফান্ডামেন্টালস টু ইনোভেশনস এ যোগ দিয়েছে বাংলাদেশের একটি টিম।
সেমিনারে যমুনা টেলিভিশনের সিনিওর রির্পোটার সুশান্ত সিনহা বাংলাদেশের শিশু শ্রম ও বিড়ি শিল্প সহ তামাকের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষা করার উপর একটি গবেষনা মূলক প্রবন্ধ উপস্থাপন করেন ।
সেমিনারে অংশ গ্রহনকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রির্পোটার্স এসোসিয়েশেনের নেতৃবৃন্দরা। এসময় এনটিভির প্রতিনিধি ফখরুল আলম, থিয়েটার ৭১ এর কর্ণধার অভিনেতা নুর আফসার সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিজ্যুয়াল প্রদর্শনীর মধ্যে বাংলাদেশের শিশুরা কি ভাবে অল্প বয়সে থেকে তামাকের মত বিষাক্ততার মধ্যে মিশে যাচ্ছে তা তোলে ধরা হয়।
বাংলাদেশ সরকার এবং তামাক বিরুধী আন্দোলনকারী ,সাংবাদিক , সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের গন সচেতনতার কারণে বাংলাদেশের শিশুদের তামাক মুক্ত শৈশব কৌশর গড়া সম্ভব বলে জানান সেমিনারে অংশ গ্রহনকারী সাংবাদিক সুশান্ত সিনহা।