হীরেশ ভট্টাচার্য্য হিরো॥ হবিগঞ্জের মাধবপুরে হারবালের নামে দেদার বিক্রি হচ্ছে যৌন উত্তেজক বড়ি। এসব বড়ি বিক্রির জন্য লজ্জা শরমের মাথা খেয়ে পোষ্টার লাগানো হচ্ছে যত্রতত্র। বাদ পড়ছে না স্কুল-কলেজের দেয়াল । এসব চটকদার বিজ্ঞাপন কোন মতেই বন্ধ করা যাচ্ছে না। কে লাগায় ,কখন লাগায় তাও কেউ বলতে পারছেন না। সংশ্লিষ্ট প্রসাশন কোন ব্যবস্থা না নেয়ায় সভ্য সমাজের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে । বিঞ্জাপন দাতা প্রতিষ্টান গুলোও এ ব্যপারে সদুওর দিতে পারছে না। বিশেষজ্ঞেরা জানিয়েছেন এ ধরণের ট্রিটমেন্ট নিলে কিডনি সহ শরীরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যেতে পারে ,এমন কি ক্যান্সারের মতো প্রাণ ঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে ।
অপর দিকে এ ধরণের পোস্টার দেখে সাধারণ মানুষ মনে করছে মাধবপুরে আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। হয়েছে সামাজিক অবক্ষয় । উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, আফ্রিকান হারবাল সেন্টার,রাসেল হারবাল সেন্টার, ফেনী সিটি হারবাল চিকিৎসা,হোমিও হেল্থ সেন্টার,মুক্তি ইউনানী হারবাল চিকিৎসা, মাধবপুর হারবাল, কলকাতা হারবাল সেন্টার এর যৌন উত্তেজক চটকদার রঙ্গিন পোষ্টারে ছেয়ে গেছে পৌর সদর সহ গোটা মাধবপুর। বিজ্ঞাপন দাতারা লজ্জা শরমের মাথা খেয়ে পোষ্টার লাগাতে ছাড়েননি শিক্ষা প্রতিষ্টানের দেয়ালেও ।
এসব পোষ্টারে যৌন উত্তেজক ভাষা ব্যবহারের পাশাপাশি সায়ানাসাউটিস, ডায়াবেটিস,গ্যাস্ট্রিক,কঠিন বাত কোমরে ব্যথা সহ গোপনীয় সব রোগের চিকিৎসা কথা লেখা রয়েছে। ৭ থেকে ১৭ দিনে রোগ মুক্তি,যৌন সমস্যার বিশেষ চিকিৎসা আছে, সেবনের সঙ্গে সঙ্গে রেজাল্ট ইত্যাদি আকর্ষণীয় শব্দে ভরপুর পোষ্টার গুলো কোমল মতি ছাত্র –ছাত্রীদের দাঁড়িয়ে পড়তে দেখা যায়। এ ব্যপারে শাহজাহানপুর প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ভট্টাচার্য্য বলেন, এ ধরনের বাজে পোষ্টার লাগানো হচ্ছে যেখানে সেখানে। কোমল মতি ছাত্র-ছাত্রীরা এসব দেখে পড়ে ক্ষতি গ্রস্থ হয়ে যেতে পারে। এব্যপারে মাধবপুর স্বাস্থ্য প্রকল্পের ইনর্চাজ দেবাশীষ দেবনাথ জানান,এসব কৃত্রিম চিকিৎসায় মানব দেহ মারাতœক ক্ষতি গ্রস্থ হতে পারে।
হারবালের নামে তারা প্রতারণা করছেন। যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবা , ভায়াগ্রা গুঁড়ো করে কিছু গাছের ছালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে তারা হারবাল বলে চালিয়ে দিচ্ছেন। এসব যৌন চিকিৎসায় সাময়িক কাজ করে থাকে। তবে পরে মারাতœক ক্ষতির সম্মূখীন হতে হয়।