নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের গুরুগৃহ টিচিং হোম এর ৩ কৃতি শিক্ষার্থী ঢাকা বিশ্ব বিদ্যালয়ের “খ” ইউনিটে মেধা তালিকায় স্থান অর্জনকারী টিচিং হোম’র তিন কৃতি শিক্ষার্থী অনিক রায়, মলয় রায় ও শিল্পী সুত্রধর’কে গতকাল শনিবার তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
টিচিং হোম’র শিক্ষার্থীদের উদ্যোগে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ছাত্র পিন্টু রায় ও মৌলভীবাজার সরকারী কলেজে অধ্যায়নরত পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন গুরুগৃহ টিচিং হোমের পরিচালক বিপুল চন্দ্র দেব।
সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, শিক্ষক সমিতির সহ সভাপতি লিটন রায়, সহ সভাপতি শাহীনুর আক্তার চৌধুরী পান্না, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, বড় সাকুয়া সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক সুকেশ শীল, উপজেলা শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাঞ্চন বনিক, আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, কৃতি শিক্ষার্থী অনিক রায়ের বাবা অনুপ রায়, মলয় দাশের মা দ্রুপদী দাশ, শিল্পী সুত্রধরের বাবা কংস সুত্রধর, টিচিং হোমের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাহেল মিয়া তালুকদার, ইর্ন্টানশিপ এক্সজিম ব্যাংক, অলক রায় (পর্দাথ বিজ্ঞান ৩য় বর্ষ) এমসি কলেজ, পিন্টু রায় (লোক প্রশাসন বিভাগ ৩য় বর্ষ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , আবুহানী চৌধুরী (সমাজ বিজ্ঞান বিভাগ, ৩য় বর্ষ) নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ, দুর্জয় রায় দীপ (সিএসসি ২য় বর্ষ) আহসা উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উৎফল চক্রবর্ত্তী সানি (ইংরেজী বিভাগ ২য় বর্ষ) বৃন্দাবন সরকারী কলেজ, সুমিত দাশ সামন্ত ( ইংরেজী বিভাগ ২য় বর্ষ) বৃন্দাবন কলেজ, ইয়াকুব আলী (দ্বাদশ শ্রেণী) আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, সূচিত্রা সরকার (দ্বাদশ শ্রেণী) নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, রেজোয়ান ইসলাম শাকিল ( একাদশ শ্রেণী নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, সুমন রবিদাশ (দশম শ্রেণী) জে,কে সরকারী হাইস্কুল প্রমূখ।
পরে অনুষ্টানের অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা সনদপত্র তোলে দেন। বক্তাগণ গুরুগৃহ টিচিং হোম এর অতীত ও বর্তমান সফলতার প্রশংসা করে বলেন, গুরুগৃহ টিচিং হোমের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান অর্জন করে শুধু টিচিং হোম এর সুনাম বয়ে আনে নি, সমগ্র উপজেলার জন্য গৌরব বয়ে আনা হয়েছে। বক্তাগণ মেধাবী ছাত্র মলয় দাশ’কে সহযোগিতার আশ্বাস দেন।