বদরুল আলম চৌধুরী। মৌলভীবাজার সদর বলিয়ারভাগ এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ জসিম (২৩) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার(২৯ অক্টোবর)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ এস আই সুকোমল ভট্রার্চায,এ এস আই নিতাই রায় ও এ এস আই মুমিন উল্লাহসহ একদল পুলিশ ফোর্স বিকাল ৩টায় সদর এলাকার বলিয়ারভাগ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ জসিমকে হাতে নাতে আটক করে।
গোয়েন্দা সংস্থার উপ পরিদর্শক বলেন,মাদক ও ইয়াবা স¤্রাট জসিমের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে সে চিহিৃত মাদক ও ইয়াবা ব্যবসায়ী।জসিমকে থানায় হস্থান্তর করা হয়েছে ও তার বিরুদ্ধে মাদক বিরুধী আইনে মামলার প্রস্তুুতি চলছে।