নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের সদর উপজেলার নূরপুর ও রাজিউড়া ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণের এই কেন্দ্রগুলো পরিদর্শন করেন খাদ্য কর্মকর্তারা। এ সময় সুষ্ঠুভাবে চাল বিতরণ দেখে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।
শুক্রবার উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং বাজারস্থ ডিলার মাসুক ভান্ডারী, পুরাইকলা বাজারস্থ ডিলার মাহবুব হোসেন চৌধুরী ও রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারস্থ ডিলার সৈয়দ আহম্মদ আলী শামীমের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস ছালাম ও শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস।
এ সময় সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ তৃণমূলের লোকজন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে খাদ্য কর্মকর্তারা হতদরিদ্রদের জনপ্রতি মাসে ৩০০ টাকায় ৩০ কেজি চাল বিতরণের বিষয়ে সার্বিক খোঁজ খবব জানতে উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
তারা নিয়ম মাফিক চাল পাচ্ছেন বলে খাদ্য কর্মকর্তাদের জানান। এতে পরিদর্শনকারী খাদ্য কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং কোনো প্রকারের অনিময় না করার জন্য ডিলারদের প্রতি আহ্বান জানান।
শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেনু গোপাল দাস জানান, সকল প্রকারের নিয়মনীতি মেনে ডিলারদেরকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল প্রদান করতে বলা হয়েছে। পরে তারা কিভাবে বিতরণ করছেন এসবও সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।