নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, অল্প দিনের মধ্যেই আমরা লাখাই উপজেলা মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজকে সরকারিকরণ করা হবে। শুধু তাই নয় শিক্ষা প্রসারের জন্য আগামী ১ বছরের মধ্যেই লাখাই উপজেলায় ৪টি নতুন কলেজ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।
বৃহস্পতিবার লাখাইয়ের মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন, ৩য় ও ৪র্থ তলার সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, অভিভাবক সমাবেশ এবং নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, শিক্ষা জীবনে যে যত বেশী মনযোগী তাঁর ভবিষ্যত ততবেশী উন্নত। আর সে জন্য চাই সময়োপযোগী শিক্ষাঙ্গঁন, যা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।
এমপি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মান বেড়েছে, আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে তুলতে পারছে।
কলেজের অধ্যক্ষ মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হুছাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক জাবেদ আলী, কাউছার আহমদ, আব্দুল করিম মেম্বার, শাহনুর রহমান তালুকদার, ছাত্রদের মধ্যে হুছাইন আহমদ ও মুবিন আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক রাজীব কুমার আচার্য্য এবং মানপত্র পাঠ করেন ইসরাত জাহান চাঁদনী।