চুনারুঘাট থেকে সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের বড়াইল এলাকার খোয়াই নদীর চরে অজ্ঞাত পরিচয় যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় ওই এলাকার খোয়াই নদীর চরে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, স্থানীয় লোকজন সকালে অজ্ঞাত যুবকের লাশটি খোয়াই চরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল রিপোট করতে গিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত যুবকের বুকে ২২টি, পুরুষাঙ্গে ১২টি, দু’হাতে ৮টি ও গলায় ১টি চুরিকাঘাহত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া গায়ে আরও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এদিকে লাশ উদ্ধারের পর চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ জেলা সদরের বন্ধন আবাসিক হোটেলের ম্যানেজার শ্রী ভানু চন্দ্র দাস (৫০)কে জিজ্ঞাসাবাদের জন্য চুনারুঘাট থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গত শুক্রবার দুপুর ৩টায় ওই হোটেলের ১০৭ নম্বর কক্ষে ওই যুবকসহ আরো এক যুবক অবস্থান করে। কিন্তু তাদের নাম, ঠিকানা হোটেলের খাতায় লিপিবদ্ধ করা হয়নি। তাই হোটেল ম্যানেজার ভানু চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।