চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের শুকদেবপুর তালুকদার বাড়িতে প্রবাসী বৃত্তশালীদের অর্থে নির্ন্মিত এতিমখানা ও হাফেজি মাদ্রাসা জোড়পূর্বক দখলকারী মহিলা সহ ৪ জনকে পুলিশ আটক করেছে।
গতকাল সকাল ১১ টায় চুনারুঘাট থানার এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এতিমখানা থেকে তাদের আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যায়।
পরে তাদের কে হবিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলেন আহম্মদাবাদ ইউনিয়নের গেড়ারুক গ্রামের হাছন আলীর স্ত্রী বেদানা বেগম (৫৫) একই গ্রামের কাছন মিয়ার মেয়ে আমিনা বেগম (৫০) তার নাতনী ফাতেমা আক্তার শেফা( ১২)।এর আগের দিন আটক করা হয় আশ্রাবপুর গ্রামের লালা মিয়ার পুত্র সজল আনসারী( ৪৫) কে।
তবে প্রাপ্ত বয়স না হওয়ার কারনে ফাতেমা আক্তার শেফাকে তার বাবার জিম্মায় ছেড়ে দেয়া হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান দখলবাজ আবদাল আনসারী পালিয়ে যায়।
আটক শেফার মামা বলেন আবদাল তার ভাগ্নি কে জোড়পূর্বক বিয়ে করে আটকে রেখেছিল।সে জন্য তাদের মধ্যে কয়েকদিন যাবৎ বাকবিতণ্ডা চলছিল।
ইদানীং ৬ষ্ঠ শ্রেনি পড়ুয়া এই কিশোরীকে বিয়ের গুনজন চলছিল পুরো এলাকাজুড়ে। কিন্তু আবদাল বিয়ের কথা অস্বীকার করে বলে নানা নাতনী সম্পর্কে তারা একই ঘরে থাকছে।
উল্লেখ্য চুনারুঘাটের শুকদেবপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র শিক্ষার্থীদের জোড় পুর্বক বের করে দখল করে নেয় আবদাল আনসারী ও তার বাহিনি।
এনিয়ে মাদ্রাসার সেক্রেটারি আবু শাহীন চৌধুরী টিটু চুনারুঘাট থানায় অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে মিডিয়াতে ব্যাপক লেখালেখি হলে প্রশাসন ব্যবস্থা নেয়।
দখলবাজদের গ্রেফারের জন্য স্থানিয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।