চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের শুকদেবপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুতলা বিল্ডিং জোড়পূর্বক দখল করে মদ,গাজাঁ সেবন সহ রাতের আধাঁরে অসামাজিক কর্মকান্ড করার অভিযোগ উঠেছে।
এ সব অবৈধ কর্মকান্ড বন্ধের করার দাবীতে গত ২০ অক্টোবর আব্দুর রশিদ চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন।এ রকম “জোড় যার মুল্লুক তার” ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।মাদ্রাসা ও এতিমখানা দখলবাজদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নিলে এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করার প্রস্তুতি নিচ্ছেন।
জানাযায়- চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর তালুকদার বাড়ির কয়েকজন বৃত্তবান প্রবাসী মিলে তাদের বাড়ির মসজিদের পার্শে একটি হাফেজি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন।সে লক্ষ্যে তারা বেশ বড় একটি অত্যাধুনিক বিল্ডিং নির্মাণ ও মাদ্রাসার আসবাবপত্র ক্রয় করেন।৪০-৫০ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিয়ে মনোরম পরিবেশে চলছিল মাদ্রাসাটি। শিশু কিশোরদের মুখে পবিত্র কোরআনের ধ্বনি শুনে এলাকাবাসী ছিলেন মুগ্ধ। সে গুলোকে ধূলিসাৎ করে একদিন শিক্ষক শিক্ষার্থীদের জোড়পূর্বক বের করে দেয় আবদাল বাহিনী।বেশ কয়েকজন পুরুষ মহিলা নিয়ে দখল করে নেয় এতিমখানাটি।হতবম্ব ও অবাক দৃষ্টিতে দেখছিল এলাকাবাসী।
ভাবছিল গ্রাম্য মুরুব্বি ও স্হানীয় জনপ্রতিনিধি দের মাধ্যমে তাদের বের করে আবারো চালু হবে প্রতিষ্ঠানটি। কিন্তু কারো কোন কথায় তারা কর্ণপাত করেনি।ধর্মীয় এ শিক্ষা প্রতিষ্টানে প্রতিদিন চলছে মদ গাজাঁর আসর।রাত হলেই অচেনা নারী পুরুষের আনাগোনা। এলাকাবাসী কথা বললেই লম্বা দা ও ফিকলের ভয়।দুর্দান্ত প্রকৃতির এই আবদাল আনসারী ও সজল আনসারী পার্শবর্তী গ্রাম আশ্রাবপুরের লালা মিয়ার পুত্র।বড়ভাই কাজল ঢাকায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুন এর সাহচর্য্য ছিল।
স্থানিয় ইউপি সদস্য সোহেল কালাম আজাদ চৌধুরীর বসত ঘর ও এতিমখানা ১০০ গজের মধ্যেই অবস্থিত। কিন্তু তিনি কিছু বলতে সাহস পান না দখলবাজদের। আবদালের ওয়ার্ড মেম্বার দুলাল ভুইয়ার সঙ্গে কথা বললে তিনি বলেন,যে ব্যাক্তি ২৪ ঘন্টা মদ গাজাঁ খায় তার সম্পর্কে কি বলব।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু জানান মাদ্রাসাটি ভালই চলছিল। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান দখল করে অসামাজিক কর্মকান্ড করা গুরুতর অপরাধ ও অন্যায়। এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এবং প্রশাসনিক যত সহযোগীতা আছে তিনি করবেন।স্থানিয় মুরুব্বি আহম্মেদ আলী নুর মহালদার বলেন অনেক চেষ্ঠা করেও তিনি ব্যর্থ হয়েছেন।দখলবাজদের তিনি ১লক্ষ টাকা দিয়ে আপোষ করার চেষ্ঠা করেন।
তিনি বলেন এভাবে অপরাধীদের প্রশ্রয় দিলে তারা মাথাছাড়া দিয়ে উঠবে।এলাকাবাসীর প্রাণের দাবী অচিরেই দখলবাজদের হাত থেকে এতিমখানা টি উদ্ধার করে পুনরায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।নতোবা তারা বৃহৎ আন্দোলনের ডাক দিবেন।এতে আইনশৃঙ্খলা অবনতি হলে প্রশাসন কে সেই দায় দায়িত্ব নিতে হবে।