মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার সকাল ১১টায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের প্রঙ্গনে মানববন্ধন করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জরুরী ভিত্তিতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ পারভেজ হোসেন চৌধুরীসহ ম্যানিজিং কমিটির সদস্য অনুকূল শর্মা, রাজকুমার গোস্বামী ও সহকারী শিক্ষক কুলেন্দ্র চন্দ্র শর্মাকে গ্রেফতারের জানায়।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার সকাল ১১টায় শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারীরা ভীত সন্তস্থ হয়ে বিদ্যালয়ে পূর্ব নির্ধারিত পরীক্ষা বিদ্যালয় সভাপতি পারভেজ হোসেন চৌধুরী স্থগিত করে দেন।
খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুল আলম চৌধুরীসহ পরিষদের সদস্য ও এলাকার বিভিন্ন পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন। ওইদিন রাতেই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বাদী হয়ে মাধবপুর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর মধ্যে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার উত্তর সুরমা(গোয়াছনগর) গ্রামের নাজিম উদ্দিন প্রকাশ সুন্দর আলীর ছেলে মাদক সম্রাট কাউসার মিয়া (৩৮) কে পুলিশ গ্রেফতার করেছে।
পরিদর্শক (তদন্ত) সাাজেদুল ইসলাম পলাশ জানান, অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।