বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছের আড়তে অভিযান চালিয়ে ৭শ মিটার কোণা বেড় জাল জব্দ করে আগুনে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯ অক্টোবর) সকালে আদর্শ বাজার মাছের আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নুর-এ আলম অভিযান চালান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মকসুদুল হক ভূঁইয়া ও পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ম্যাজিস্ট্রেট।
সংশ্লিষ্টরা জানান, কোণা বেড় জাল দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ। উম্মুক্ত জলাশয়ে মাছ শিকারে এই অবৈধ জাল ব্যবহার করার অপরাধে তিন জেলেকে দেড় হাজার টাকা অর্থদন্ড করা হয়।
দন্ডিত জেলেরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকার মোবাশ্বির আহমদ, জয় মিয়া ও তাজুল ইসলাম। মৎস্য অফিসের হাবিবুর ও নাইম জানান, কোণা বেড় ৭শ মিটার জালের বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা।