হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেল এর ৫২ তম জম্মদিন উপলক্ষে হবিগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমীর উদ্যোগে শিরিষতলা প্রাঙ্গনে শেখ রাসেল এর জম্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান এতে প্রধান অতিথি ছিলেন।
এ সময় অন্যান্যের মাঝে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক, শিশু, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সহ শিশু একাডেমীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে শিশুদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও শেখ রাসেল ও জাতির পিতার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলমগীর খান বলেন, শেখ রাসেল বাংলাদেশের ইতিহাসে এক আলোকিত নাম। যে নাম কেউ কখনো মুছে ফেলতে পারবে না। ১৯৭৫ সালে ঘাতকের দল শেখ রাসেলকে হত্যা করে এদেশের ইতিহাসকে কলংকিত করেছে।