ফখরুল আলম, – লিভারপুল (যুক্তরাজ্য) প্রতিনিধি : গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে এর চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন পরবর্তী এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল রোববার জি.এস.সি চেষ্টার ও নর্থওয়েলস রিজিয়নের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভা শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য ফখরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এস সি’ র সাবেক সেন্ট্রাল চেয়ারপার্সন মনছব আলী জেপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম ল্যান্ড ইউ.কে লিমিটেড এর চেয়ারম্যান জাহাঙ্গির ফিরুজ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর মুকিত খানঁ, জি এস সি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের সাবেক সভাপতি সুফু মিয়া, কাউন্সিলর মো সুলতান, জি এস সি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম, সহ-সভাপতি আজাদ উদ্দিন, জি.এস.সি উইরাল শাখার সভাপতি কয়ছর মিয়া, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, জি এস সি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়নের সাবেক সহ- সাধারণ সম্পাদক এটিএম লোকমান, রেজাউল ইসলাম রাজা, হিরক প্রমুখ।
সভায় নেতৃবৃন্দরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন- অতীতের ধারাবাহিকতায় জিএসসি চেষ্টার এন্ড নর্থওয়েলস রিজিয়ন প্রতিষ্টার ২১ টি বছর বিভিন্ন কল্যান মুলক কর্মকান্ড ও প্রবাসীদের যে ভাবে সেবার দিয়ে কাজ করে আসছে আগামীতেও যেন তা অব্যাহত থাকে।
সভায় লিভারপুল, উইরাল, মার্সিসাইড, চেষ্টার, বাঙ্গর, পেষ্টাটিন সহ নর্থ ওয়েলস্ এর বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।