আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাইপাস রোড এলাকা থেকে দুই ডাকাতকে গণ পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল রোববার রাত ৮ টার দিকে তাদেরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলো, বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের মৃত সরাফত মিয়ার পুত্র রফিক মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত ফজল মিয়ার পুত্র সাজেল মিয়া (২৫)। স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল রবিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার লস্করপুর গ্রামের সুমন মিয়ার টমটম শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে তিন যাত্রীবেশে ডাকাত সুকড়িপাড়া গ্রামে লাকড়ি নিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাড়ায় নেয়।
পরে টমটমটি সুকড়িপাড়া গ্রামে পৌছলে ডাকাতরা তাকে পাইকপাড়া বাইপাস রোড এলাকায় নিয়ে যেতে বলে। ওই সময় টমটম চালক ওই স্থানে তাদেরকে নিয়ে পৌছলে তারা তাকে আরেকটু সামনে নিয়ে যেতে বলে। পরে টমটম চালকের সন্দেহ হলে সে পাইকপাড়া বাইপাস রোড এলাকায় শোর-চিৎকার দেয়। ওই সময় ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ২ ডাকাতকে ধরে ফেলে এবং তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে সদর থানার এসআই আব্দুল্লাহ আল জাহিদ ও এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ফৌছে ২ ডাকাতকে দেশীয় অস্ত্র সহ আটক করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচেছ। এবং তারা আন্তঃজেলা ডাকাতদলেল সদস্য। সম্প্রতি হবিগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় তার জড়িত কিনা এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে।