মাধবপুর প্রতিনিধি : আগামীকাল(শনিবার ) লক্ষী পুজা। ধন সম্পদের দেবী নামে পরিচিত। সনাতন ধম্বালম্বীদের অন্যতম পুজা লক্ষী পুজা। ধনি ,গরিব সব শ্রেণী পেশার মানুষ লক্ষী পুজা করে থাকেন। সিলেট অঞ্চলের মূর্তির সবচেয়ে বড় বাজার মাধবপুর।
মাধবপুর বাজারের কর্মকার পট্রি, ঝুলন মন্দির প্রাঙ্গন এলাকায় মূতি নিয়ে বসেছে বিক্রেতারা। লক্ষী মূতির দাম ৮০ টাকা থেকে শুরু করে ৫ শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ডিজাইন অনুযায়ী দামের পরিবর্তন হয়। মাধবপুর থেকে মূর্তি কিনতে পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, নাসিরনগর, বিজয়নগর ,চুনারুঘাট , লাখাই, বাহুবল, নবীগঞ্জ থেকে পাইকাররা এসে মূর্তি কিনে নিয়ে যাচ্ছে।
আবার মাধবপুরের মূর্তির কারিগরা সিলেট , সুনামগঞ্জ ,মৌলভীবাজার নিয়ে বিক্রি করছে লক্ষি মূতি। প্রতি বছরের ন্যায় এবারও মূর্তি কিনতে মাধবপুর বাজারে ভিড় করেছে সনাতন ধর্¤^ালম্বীরা। মূতির পাশাপাশি বিক্রি হচ্ছে মালা। কয়েকজন তরুন হেটে হেটে মালা বিক্রি করতে দেখা গেছে। শান্ত মোদক নামে এক তরুন জানান, যারা মূতি কিনছে তারা একটি করে মার জন্য একটি করে মালা কিনে নিয়ে যাচেছ। প্রতিিিট মালা বিক্রি হচেছ ১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত।