চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুল মন্নান রুমন ও পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম সুজনকে দলীয় শৃংঙ্খলা ভঙ্গের দায়ে দু’জনকে ছাত্রদল থেকে বহিস্কার করা হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুনারুঘাট উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক যৌথ সভায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে সর্বস্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার এবং পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আঃ সামাদ মাষ্টার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদার হোসেনের এক যৌথ স্বাক্ষরে তাদের বহিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় চুনারুঘাট উপজেলা ও পৌর আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্র“পিং এর প্রেক্ষিতে মারামারি ঘটনা এবং পাল্টা আক্রমনে পরিস্থিতি অবনতী, চুনারুঘাটের ব্যবসায়ীসহ সর্বমহলে আতংঙ্ক সৃষ্টি ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক আব্দুল মান্নান রুমন ও পৌর ছাত্রদল যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম সুজনকে ছাত্রদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, নিজেদের আধিপত্য বিষয় নিয়ে গত ৬ অক্টোবর ছাত্রদলের দুই গ্র“পে পৌর ও কলেজ ছাত্রদল নেতাসহ ১০ জন আহত হয়। আব্দুল মন্নান রুমন ও আমিনুল ইসলাম সুজনের সমর্থকার আহত। আহতের ঘটনায় জের নিয়ে তাদের ছাত্রদল থেকে বহিস্কার করা হয়।