হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাবেক মেম্বার পেরা মিয়ার সাথে একই গ্রামের হাসন আলীর জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত বুধবার দুই পক্ষের মাঝে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষে আহত পেরা মেম্বার ও হাসন আলী হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু এরপরও তাদের এ বিরোধ থামেনি। এর জের ধরে দুই দল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একে অপরের বাড়িঘরে হামলা, ভাংচুর করে।
খবর পেয়ে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘঁনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় মজিদ মিয়া (২৭), ইমান আলী (৩৮), জমির আলী (২৫), আরজু মিয়া (৪০), সুমন মিয়া (১৪), সালাম (২৮), আনোয়ার মিয়া (২৫), শুকুর আলী (৫০), রুকেনা (৩০), রুবেল মিয়া (২০), কাদির মিয়া (২৫), বাচ্চু মিয়া (৩৫), শাহানুর মিয়া (২০), হাসেনা বেগম (২০), নুরুল আমিন (১৮), কুতুব আলী (১৮), টিপু (১৭), নাজমা আক্তার (২০), খলিল (২৪), আব্দুল হাই (৩৫) ও তাজুল ইসলাম (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানা ওসি ইয়াসিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।