মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আসুক আহমদ (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
আজ শুক্রবার বেলা আড়াইটায় এ ঘটনাটি ঘটে। নিহত আসুক আহমদ সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামের হাজি মঈন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় আসুক আহমদ বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশা পরিষ্কার করছিলেন। এ সময় ভাতিজা সুমন আহমদ (২২) পেছন দিক থেকে এসে আসুক আহমদের মাথায় ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বড়লেখা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।