চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট আসামপাড়া সড়কের গাছ কেটে সাবাড় করছে পাচারকারী চক্র। এসব দেখার জন্য কেউ নেই। গত ২মাসে এ সড়কের ১শ ৪টি মেহগুনী ও শিশু গাছ রাতের আধারে কেটে নিয়েছে চক্রটি। সরেজমিনে ঘোরে দেখা যায় গাজীপুর ইউনিয়নের আবাদগাঁও ১২টি জারুলিয়া ৩টি আহমদাবাদ ইউনিয়নের গঙ্গানগর ১২টি শুকদেবপুর ও রাজারবাজার ৬টি দেওরগাছ ইউনিয়নের ময়নাবাদ ৮টি, কাছুয়া বাজার ও মুল্লাবাড়ি ৪০টি ও আমকান্দি এলাকায় সড়কের ২৩টি গাছ কেটে নিয়েছে। অনুমান ১হাজার ঘনফুট কাঠেরও বেশি হবে। যার বাজার মূল্য ১০লক্ষ টাকার অধিক হবে। ইতোপূর্বে গঙ্গানগর এলাকা থেকে প্রথমে ৯টি পরের রাতে ৩টি গাছ কেটে পাচার করেছে চক্রটি। এব্যপারে একাধিকবার পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কর্তপক্ষ ও বনকর্মকর্তারা সড়কের গাছ রক্ষার ব্যপারে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। এরই সুবাধে গাছ পাচারকারী চক্রটি চুনারুঘাট আসামপাড়া সড়কের গাছ কেটে সাবাড় করছে। এতে হারাচ্ছে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয়। অন্যদিকে এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে।