বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে চা-বাগানের উপ-মহাব্যবস্থাপকের বাংলোতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা একটি প্রাইভেট কারসহ প্রায় পনের লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে উপজেলার রশিদপুর চা-বাগানে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার বেলা ৩টার দিকে চুনারুঘাট উপজেলা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে।
ভোক্তভুগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রশিদপুর চা-বাগানের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিন পরিবার নিয়ে বাগানের বড় বাংলোতে বসবাস করে আসছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ১৫-১৬ জনের একদল মুখোশদারী ডাকাত বাগানে দায়িত্বে থাকা তিনজন গার্ডকে বাংলোর সামনে ফার্নিসারের হাতলে হাত-পা বেঁধে রুমের দরজা ভেঙ্গে বাংলোর ভিতরে প্রবেশ করে।
এসময় বাংলোর ভিতরে থাকা সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও মারপিঠ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, মুল্যবান আসবাবপত্র ও একটি প্রাইভেটকার (মৌলভীবাজার-গ-১১-০০৮২) সহ প্রায় পনের লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুট করার সময় ডাকাতদের হামলায় মিসেস সালাউদ্দিন আহত হন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার জগদীসপুর চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেটকারটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ডাকাতদ্বয়দের আটক করতে আমি টিম অভিযান অব্যহত রেখেছে।