বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের উপ মহাব্যবস্থাপকের বড় বাংলোতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা টাকা পয়সা, স্বর্ণালংঙ্কার, মোবাইল, ক্রেডিট কার্ড, আসবাবপত্র ও একটি প্রাইভেটকার নিয়ে যায়। এ ঘটনায় ডাকাতরা প্রায় পনের লক্ষ টাকা নিয়ে যায় বলে জানা যায়।
মঙ্গলবার ভোররাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রশিদপুর চা বাগানের উপ মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিন পরিবার নিয়ে বাগানের বাংলোতে বসবাস করে আসছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন।
সৈয়দ সালাউদ্দিন বলেন, গত রাত তিনটার দিকে ১৫/১৬ জনের একদল ডাকাতদল বাগানে থাকা তিন গার্ডকে বাংলোর সামনে ফার্নিসারের সাথে বেধে রুমের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা সদস্যদের মারধোর করে মালামাল লুট করে নিয়ে যায়। বাসায় থাকা মালামাল লুট করে যাওয়ার সময় বাংলোর সামনে থাকা ব্যবস্থাপকের ব্যবহৃত প্রাইভেট কার (মৌলভীবাজার-গ ১১-০০৮২) টি নিয়ে যায়। এতে প্রায় পনের লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান তিনি।
খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন গার্ডেন কর্তৃপক্ষ।