খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ী গ্রামের এক রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। জানাযায়, গত রবিবার রাত দেড়টায় দিকে ওই গ্রামের মৃত বীর মুুক্তিযোদ্ধা আব্দুল আজিজ (অবঃসেনা) এর বাড়িতে বসত ঘড়ের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে।
সংঘবদ্ধ ডাকাতরা মুক্তিযোদ্ধার ছেলে হবিগঞ্জ জেলার সময়বায় তদন্ত অফিসার কাউছার আহমেদ ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মাহমুদা আক্তার এবং তার ভাবী সৈয়দা কামরুন নাহার রীমাকে হাত পা বেধে রেখে মারপিঠ করে। এ সময় ২বছরের শিশু অমির গলায় চুরি ধরে রাখে। কথা বলায় জন্য সমবায় অফিসার কাউছারকে রড দিয়ে মারপিট করে। ডাকাতরা কাঠের আলমিরা ভেঙ্গে আটভরি স্বর্নালঙ্কার, ১টি আইফোন ৬এস, ৩টি নকিয়া দামী ফোনসহ ১০হাজার নগদসহ ৩ লাখ টাকার মালামল লুটে নিয়ে যায়। ডাকাতরা লুট করে যাওয়ার সময় বলে যায় তর ভাইতো পুলিশ মামলা করলে পুনরায় এসে জবাই করবে বলে হুমকি দিয়ে যায়। ডাকাতরা আরোও বলে যায় বাগবাড়ী গ্রামের আরোও ৫টি বাড়ি থেকে ডাকাতি করবে বলে হুমকি দেয়।
অপরদিকে ওই দিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে কুয়েত প্রবাসী দুলদুল মিয়া গতকাল প্রবাস থেকে বাড়িতে আসনে। ডাকাতরা তথ্য পেয়ে ওই দিন ঘড়ের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে। একদল মুখোশ পড়া ডাকাতা যে রুমে টাকা রাখা সেই রুমের আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা লুটে নিয়ে যায়।
ডাকাতরা অন্য রুমে প্রবেশ করতে অনেক চেষ্ট করে। বাড়ির লোকজন ডাকাতের আছ পেয়ে শুরচিৎকার দিলে এলাকাবাসীরা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। প্রবাসে থেকে ছেলে দুলুদুল মিয়া বাড়িতে আসায় লোকজন সজাগ থাকায় অন্য রুমে প্রবেশ করতে পারিনি। এঘটনার খবর পেয়ে চুনারুঘাট থাানর ওসি (তদন্ত) ইকবাল হোসেন ও এসআই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় চুনারুঘাট থানায় পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।