হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম টানা তিনবারের ন্যায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা মোতাচ্ছিরুল ইসলাম। পাশাপাশি দ্বিতীয়বারের ন্যায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মিজানুর রহমান শামীম এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দুলাল সূত্রধর। তারা সকলেই অর্ডিনারী গ্রুপ থেকে নির্বাচিত কার্য নির্বাহী সদস্য।
শনিবার সন্ধায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আলমগীর খান ২য় পর্যায়ের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। অন্য কোন প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রথম পর্যায়ের নির্বাচনে অর্ডিনারী গ্রুপের ১২ জন নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন- আব্দুর রহমান, মোঃ নিয়াজুল বর চৌধুরী নিয়াজ, মোঃ দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আমিনুল ইসলাম বাবুল, মোঃ মফিজুর রহমান বাচ্চু, মশিউর রহমান শামীম, এনএম ফজলে রাব্বী রাসেল ও মোঃ এনামুল হক।
এসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন- কায়সার আহমেদ চৌধুরী জনি, সোহেল রানা তালুকদার, মোঃ জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান , সিদ্ধার্থ শংকর রায় (পিনাক) ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপন।