হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের উমেদনগরস্থ ২টি অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানে চালিয়ে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সত্ত্বেও রাইস মিলগুলো শতভাগ পাটজাত মোড়ক ব্যবহার না করায় মেসার্স রাফি অটো রাইস মিলকে ২৫ হাজার টাকা এবং মেসার্স আফিয়া অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টীম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন।