শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :- শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী দুই যুগে পদার্পন করেছে। এ উপলক্ষে ৫ অক্টোবর সন্ধ্যায় দেশ মঞ্চে বসে এক মিলন মেলা। কেক কাটা, চলচিত্র পর্দশন, সঙ্গিতানুষ্টান ও স্থৃতীচারন অনুষ্টিত হয়। দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এড্য হুমায়ুন কবির সৈকত অতিথী ও সকল সদস্যদের নিয়ে ২৪তম প্রতিষ্টা বার্ষীকির কেক কাটেন।
এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুর রকিব, গ্রুফ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, আওয়ামিলীগ নেতা একে এম সুফি, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন।
সংগঠনের সাধারন সম্পাদক হারুন সাঁইর সঞ্চালনায় স্থৃতীচারন করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কাউন্সিলর জিতু আহমেদ মাখন, সহ সভাপতি রাজু বিশ্বাস, যুগ্ম সম্পাদক মুখলেছুর রহমান, এম এ ওয়াহীদ, সাবেক যুগ্ম সম্পাদক কুরিয়া প্রবাসী মীর সজল, কোষাদক্ষ কিতাব আলী শাহীন, সিনিয়র সদস্য মো: নুরুল হক, মুখলেছুর রহমান, হাবিবুর রহমান হারুন, কাজী শাহানা বিশ্বাস, শিশু দেশের সভাপতি মিজানুর রহমান সুমন, সাধারন সম্পাদক ফখরুল হামিদ, দেলোয়ার হোসেন দিলু, আক্তার আলী, বাবুল আহমেদ।
সঙ্গীত পরিবেশন করেন ফারুক দেওয়ান, বাউল আলতাব আলী, কাজল বৈদ্য, জুশেফ হাবিব, আল আমিন, শাহীন আহমেদ, জনী রানী, সিরাজুল ইসলাম, এম এইচ সোহাগ প্রমুখ।
১৯৯৩ সালে ৫ অক্টোবর শায়েস্তাগঞ্জের একঝাক তরুন দেশ নাট্যগোষ্ঠী যাত্রা শুরু করে হাটি হাটি পা করে এ বছর ২৪ বছরে পদার্পন করেছে।
শায়েস্তাগঞ্জ তথা সিলেট বিভাগে নাট্য চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশ নাট্যগোষ্ঠী, ইতিমধ্যে বাংলাদেশ গ্রুফ থিয়েটার ফেডারেশান এর সদস্যপদ লাভ করেছে।