নেত্রকোনার এক স্টুডিও ব্যবসায়ীকে হাতপা বাধা অবস্থায় শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার পূর্বধলা থানার বুলকর গ্রামের ফারুক খান নামে এক স্টুডিও ব্যবসায়ীকে দুর্র্বৃত্ত তার দোকান থেকে একটি গাড়িতে তুলে নিয়ে আসে। পরে তারা তাকে মারপিট করে হাত-পা বাধা অবস্থায় শায়েস্তাগঞ্জ থানাধীন হাইওয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গতকাল মঙ্গলবার রাত ১২টায় শায়েস্তাগঞ্জ থানা টহলরত অবস্থায় এএসআই মোঃ খালেক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, তাকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, তার আত্মীয়-স্বজনের কাছে খবর পাঠিয়েছি। তারা আসলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।