হবিগঞ্জ প্রতিনিধি: দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র রিপোর্টার জুয়েল চৌধুরীর বড় ভাই ফজলুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার বিকাল ৩টায় উত্তর শ্যামলী এলাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্র, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত ছিলেন।
এশার নামাজের পর জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক জুয়েল চৌধুরীর ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও হবিগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ। তারা এক শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।