নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের তেঘরিয়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় মাদকাসক্ত পুত্রকে পুলিশে সোর্পদ করেছে পিতা।
রবিবার দিনগত রাত ২ টার দিকে শফিক মিয়ার পুত্র লাভলু মিয়াকে পুলিশে সোর্পদ করা হয়।
পুলিশ সূত্র জানায়, মাহমুদাবাদ এলাকায় শফিক মিয়ার পুত্র লাভলু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে মা, বাবা ও তার স্ত্রীকে মারধোর করে আসছিল।
রবিবার রাতেও সে মাদক সেবন করে মা, বাবা ও স্ত্রীকে নির্যাতন করছিল। এ সময় তার বাবা শফিক মিয়া এ বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করলে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে আটক করে থানা নিয়ে আসেন।