গত শনিবার সকালে নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপির নব নির্মিত ভবন এর উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাইমারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান মোঃ নুর মিয়া। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খান, প্রাক্তন চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আঃ রউপ, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ইউপি আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, ইউপি যুবলীগের সভাপতি আব্দুল কদ্দুছ সাগর, শিক্ষক শামীম আহমদ, শৈলেন দাশ, ও যুবলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুছ সাগর। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি ইউনিয়ন অফিসে কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছেন। গরীব ও দারিদ্র মানুষের মধ্যে স্বল্প মুল্যে চাউল বিতরণ শুরু করেছে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা চালুর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষের কল্যানে কাজ করেন। পরে তিনি আনুষ্টানিক ভাবে ফলক উন্মোচন করে ভবনের উদ্বোধন করেন।