হবিগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রাম থেকে আঃ শহীদ (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি শিমুল গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহীদ চানপুর গ্রামের আঃ জব্বারের পুত্র।
স্থানীয়রা জানায়, সকালে শিমুল গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
হবিগঞ্জ সদর থানার এসআই লুৎফুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।