আজমুল তালুকদার চুনারুঘাট থেকে: চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন জুড়ে এবছর আমন ধানের বাম্প্বার ফলন ।এবছর সরকারের সময় মত কৃষকদের হাতে সার কিটনাসক পৌছে দেওয়াতে ভাল ফলন পেয়েছেন কৃষকরা এবং কৃষকদের দাবি সরকার যদি এপ্রতেষ্টা ধরে রাখে তাহলে আগামীতে আর ভাল ফলন পাবার আশাবাদী । চুনারুঘাট উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন বর্তমান সরকার যেভাবে কৃষকদের কাছে সময় মত সার ঔষধ পৌছে দিয়েছে এধারাবাহিতা দরে রাখতে পারলে দেশে আর ভাল ফলন আসবে বলে এই কর্মকর্তার দাবি ।