আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে লন্ডন প্রবাসিসহ দুই প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাসার লোকজনকে বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় শহরে ডাকাত আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ইনাতাবাদ এলাকার লন্ডন প্রবাসি হারুনুর রশিদের বাসায় বৃহস্পতিবার রাত ৩ টার দিকে একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ২০ ভরি স্বর্নালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই সময়ে পাশ্ববর্তী বাসা মালয়েশিয়া প্রবাসি সৈয়দ ইমরান হোসেনের বাসায় একদল মুখোশধারী ডাকাত কেচি গেইট ও দরজা ভেঙ্গে প্রবেশ করে বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেধে ফেলে।
এরপর ডাকাতরা বাসায় তছনছ করে নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্নালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সকালের দিকে ডাকাতির বিষয়টি এলাকায় প্রচার হলে খবর পেয়ে সদর থানা পুলিশ এস আই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।