নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সর্ব সম্মতিক্রমে গঠিত হয়েছে।
গত সোমবার সকালে ইউপি পরিষদের কার্যালয়ে নব নির্বাচিত চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু’র সভাপতিত্বে এবং ইউপি সচিব আইনুল হক জুয়েলের পরিচালনায় অনুষ্টিত এক বিশেষ সভায় বক্তব্য রাখেন ওর্যাড মেম্বার আবু ইউছুপ, নজরুল ইসলাম, আবুল কাশেম চৌধুরী, আছাদ হোসেন চৌধুরী, ভুট্রু মিয়া, সুভাষ রায়, সানু মিয়া, সাইদুল মিযা, উমেদ আলী, সংরক্ষিত মেম্বার আজিদা বেগম, ছমরুন নেছা ও নুরফ’ল নেছা প্রমূখ।
সভায় সর্ব সম্মতিক্রমে ৩ নং ওর্য়াডের নব নির্বাচিত মেম্বার আবুল কাশেম চৌধুরী’কে ১ নং প্যানেল চেয়ারম্যান, ৬ নং ওর্য়াডের নির্বাচিত মেম্বার সুভাষ চন্দ্র রায় ২নং প্যানেল চেয়ারম্যান এবং ২নং সংরক্ষিত মহিলা মেম্বার ছমরুন নেছাকে ৩ নং প্যানেল চেয়ারম্যান মনোনিত করা হয়েছে।