চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রাণ কোম্পনীর শ্রমিক তিন সন্তানের জনক আজগর আলীর হত্যাকারী আসামীদের ফাঁসির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় উপজেলার রানীগাঁও ইউনিয়নের বরজুস বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে পলাতক আমাসীদের গ্রেফতার ও ফাঁসির দাবী এক প্রতিবাদ শামছুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীগাঁও ইউপির চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান।
এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, স্থানীয় ইউপি সদস্য আঃ রউফ উস্তার মিয়া ও ইউনুস আলী, ফরিদ মিয়া, টেনু মিয়া, সাকেব ছাত্রলীগ নেতা সারোয়ার আলাম আজাদ শফিক মহালদার, আশিকুর রহমান, ডাঃ আবুল কালাম, আবুল খায়ের। সভায় ঘাতকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ-আরএফএল গ্র“পের আজগর আলীর (৩৮) এর লাশ গত ৭ আগষ্ট বুধবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের অলিপুর রেল গেইট এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আজগর আলী চুনারুঘাট উপজেলার বড়জুস গ্রামের ওয়াব উল্লাহ ছেলে। ওই সকালে স্থানীয় লোকজন রেল লাইনের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃৃত্বে এসআই সামিউল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে ছুটে আসেন। নিহত আজগর আলী অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পাকের্র প্রাণ আরএফএল গ্র“পে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, আজগর আলী প্রায় ১৩ বছর আগে চুনারুঘাট উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মন্নানের কন্যা হুসনাকে বিয়ে করেন। তাদের কোলজুড়ে ৩টি পত্র সন্তান আল-আমিন (১২), রাকিব (৯) ও ছোট ছেলে সাকিব (৫) জন্মগ্রহণ করে। অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রী দুজনই প্রাণ কোম্পানীতে চাকুরি নেন এবং ওই এলাকার আক্তার হোসেনের মালিকানাধীন বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, রেল লাইনের ১০ গজ দূরে লাশ পাওয়া গেছে। প্রথমে ধারণা করা হয়েছিল দুর্ঘটনা। লাশের শরীরে আঘাত থাকায় মনে হচ্ছে এটি দুর্ঘটনা নয়। এ ঘটনায় পুলিশ নিহত আজগর আলীর স্ত্রী হুসনাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। খুনের ঘটনায় নিহতের ছোট ভাই কাছুম আলী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় স্ত্রী হুসানা আক্তারকে প্রধান আসামীকে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের পরিবারের দাবী আজগর আলীর স্ত্রীর পরকিয়ার প্রেমের কারনে তাকে হত্যা করা হয়েছে।