মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে বেওয়ারিশ কুকুর ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাটে চলা চওে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বেওয়ারিশ কুকুরের আক্রমনের শিকার হচ্ছেন পথচারীরা। বৃহস্পপ্রতিবার (২২ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫জন পথচারী আহত হয়েছে। এদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলো হবিগঞ্জ পৌরএলাকার অনন্তপুর গ্রামের লুৎফর রহমান মিয়ার পুত্র শুভ মিয়া (৬), মাহমুদাবাদের মাহিন মিয়ার পুত্র সোহেল মিয়া (৯), শহর তলীর রামপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র শাকির মিয়া (১১), এড়ালিয়া গ্রামের ছায়েব আলীর পুত্র আনু মিয়া (১০), চিত্ত রঞ্জন গোপের কন্যা চৈতী রানী গোপ (৪), বারাপইত গ্রামের আব্দুল জলিলের কন্যা কাজিরুন্নেছা (১০), পইল গ্রামের ছমির আলীর পুত্র নূর আলম (৫), জাহির মিয়ার পুত্র ( আকাশ মিয়া (৪), বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের মাসুক মিয়ার পুত্র কুতুব আলী (৮), যাত্রাপাশা গ্রামের আব্দুল হালিমের স্ত্রী রাহেলা খাতুন (৪৫), বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের মিলন মিয়ার পুত্র আহাদ মিয় (৮) ও মাধবপুর উপজেলার বাকশাইল গ্রামের দীলিপ দাশের পুত্র জয়ন্ত দাশ (৮)।
জনানাযায়. বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেওয়ারিশ পাগলা কুকুর তাদেরকে রাস্তয় কামড়িয়ে আহত করে।