মোঃ রহমত আলী ॥ ভোটে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ তার সভাপতিত্বে দুই উপজেলার বিবদমান পারিবারিক বিরোধ নিষ্পত্তি টেনে এলাকায় আলোড়ন সৃষ্টি করছেন। মঈনুল হকের সুদূরপ্রসারী দিক নির্দেশনায় বিয়ে ভেঙ্গে নেয়র চিন্তা ভুলে, পূঃনবার ঘর বাঁধার স্বপ্ন সঞ্চার হয় দম্পতির মাঝে। তার আবারো এক সাথে সংসার করার ঐক্যমত পোষণ করেণ। শালিসেই স্বামী,শশুর ও শাশুরী কখনো গৃহ বধূর সাথে ঝগড়ায় লিপ্ত ও কোনো নেককার ঘটনার সাথে জড়িত না হয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেণ। রবিবার (১৮ সেপ্টেম্ব) সকাল ১১টায় আফি তার নিজ বাড়ীর বৈঠক খানায় উক্ত শালিস অনুষ্টিত হয়। শালিসে উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর ইউপির চেয়াম্যান সৈয়দ লিয়াকত হোসেন, পইল নাজিরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজি মোঃ শাহাব উদ্দিন, তেঘরিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ আবু তাহের, সাবেক মেম্বার মোঃ তৈয়ব আলী, বর্তমান মেম্বর মোঃ আক্তার মিয়া, ভাদৈ গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোঃ নূরুল ইসলাম, বহুলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী মুক্তি যোদ্ধা মোঃ ফারুক মিয়া হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিন তেঘরিয়া গ্রামের মোঃ লিয়াকত আলীর কন্যা মোছাঃ লাকি বেগম কে আড়াই বছর পূর্বে বিয়ে দেন চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মোঃ সুরুজ আলীর পুত্র মোঃ জাহির মিয়ার কাছে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে সুখ-শান্তি কমতি ছিলনা। কিন্তু এর মধ্যে খোল জুড়ে জন্মনেয় ফুটফোটে একাট কন্যা সন্তান। কেন কন্যা সন্তান জন্ম দেয়া হলো লাকি বেগমের উপর ক্ষিপ্ত হয়ে জাহির মিয়া ও তার মা। এর পর থেকে তারা লাকির উপর অমানসিকভাবে অত্যাচার শুরু করেণ। বিষয়টি দু’পরিবারের মাঝে চরমভাবে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে দেয়ার সিদ্ধান্তনেন তারা। এমন ঘটনা জেনে সৈয়দ মঈনুল হক আরিফ দু’পরিবারের বিরোধ নিষ্পত্তির উদ্যোগনেন। তিনি চুনারুঘাট সদও ইউনিয়নের চেয়াম্যান সৈয়দ লিয়াকত হোসেন এর সহযোগীতায় দু’পরিবারের লোকজনদের নিয়ে একত্রে শালিসের আয়োজন করেণ তিনি। উক্ত শালিসে সৈয়দ মঈনুল হক আরিফ সভাপতিত্ব করেণ। দু’পবিরের লোকজনকে মিলিয়ে দিয়ে, ভবিষ্যতে এমন ঘৃণিত আচার-আচরণ না জড়িয়ে উভয় পরিবার শান্তিতে বসবাস করার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য যে, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যন ও শালিস বিচারের স্থপতি সৈয়দ আহমদুল হক এর পুত্র সৈয়দ মঈনুল হক আরিফ।