যুক্তরাজ্য প্রতিনিধি : বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রেকগনিশন সেরিমনি-২০১৬ কে সফল করার লক্ষ্যে ৩য় রোড শো অনুষ্ঠিত হয়েছে গ্রেটার ম্যানচেষ্টারে । বাংলাদেশ সহকারী হাই কমিশনার মিসেস ফেদৌসি শাহারিয়া সহ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ ছাড়াও এনটিভির শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি তে রোডশো টি ঈদের আনন্দে জমজমাট হয়ে উঠেছিল।
যুক্তরাজ্যস্থ ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারপার্সন আবদুল নাছির ওয়াহাব এর সভাপতিত্বে এবং গাউসুল ঈমাম চৌধুরী সুজন এবং আব্দুল মতিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত রোড শো তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার মিসেস ফেদৌসি শাহারিয়া।
সভা শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন এনটিভি গ্রেটার ম্যানচেষ্টার প্রতিনিধি দেলোয়ার হোসেন শিবলী এবং স্বাগত বক্তব্য রাখেন এনটিভির নর্থ ও মিডল্যান্ড ব্যুারোচীফ ফারছু আহমেদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহজালাল মসজিদের চেয়ারম্যান ছোরাবুর রহমান, সাবেক চেয়ারম্যান এম মান্নান খাঁন, পাক্ষিক প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক আফজল রব্বানী, কাউন্সিলার লুৎফুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট মীর গোলম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী ছুরুক মিয়া, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডি.এন কোরেশি, সাংস্কৃতিক সম্পাদক সফিক মিয়া, বৃটেনের প্রথম মসজিদ আব্দুল্লাহ কুইলিয়ামের সি.ই.ও মুমিন খানঁ, সাংবাদিক শাহ কাইয়ূম, এনটিভির লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম, প্রোগ্রাম কর্ডিনেটর ইকবাল আহমেদ প্রমুখ।
অতিথিরা বৃটেনের বুকে বর্ষসেরা বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভির এ ধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন-এই অনুষ্ঠানের মাধ্যমে নর্থ ইংল্যান্ডের ব্যবসায়ীরা খুবই উপকৃত হবেন এবং কমিউনিটির সর্বস্থরের মানুষের মধ্যে একটি সেতু বন্ধনের সৃষ্টি হবে।
গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্ববর) ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের হল রুমে অত্যান্ত আনন্দ ঘন পূর্ন ভাবে অনুষ্টিত হয়েছে। এতে লিভারপুল, ওল্ডহাম, চেষ্টার, হাইড, বার্মিহাম সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২রা অক্টোবর যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তর নগরী ম্যাচেষ্টারের ওল্ডহামে অনুষ্টিত হতে যাচ্ছে “বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রেকগ্নিশন সেরেমনি ২০১৬”। এতে নর্থ ইংল্যান্ডের ব্যবসায়ীদের কাজের অবদান ও স্বীকৃতি জানাতে এনটিভির বর্ণাঢ্য আয়োজন বর্তমানে সারা ইউরোপ জুড়ে সারা মেলছে।